প্রকাশিত: Wed, Dec 20, 2023 7:09 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:46 PM

[১] নেতা নয় জনগণের সেবক হতে চাই : মুফতি রিয়াজ উদ্দিন খান


জাফর ইকবাল অপু: [আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা আসনে ইসলামি ঐক্য জোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দিন খান জনগণের নেতা নয় সেবক হতে চান। রূপসা-তেরখাদা-দিঘলিয়াবাসীর সেবক হয়ে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সন্ত্রাস নির্মূল, মাদক নির্মূল করবেন বলে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন।

[] তিনি নির্বাচিত হলে বর্তমান এমপির মতো ঢাকায় থেকে নয়, নিজের নির্বাচনী এলাকায় থেকেই জনগনের সেবা করতে চান। খুলনা শহর থেকে দ্রুত দিঘলিয়া তেরখাদায় পৌঁছাতে এখনো জনগণের অনেক কষ্ট হয়। ব্রীজ নির্মান করে নদী পারাপারের সুব্যবস্থা করবেন বলে তিনি তার নির্বাচনী এলাকার উঠান বৈঠকে একথা জানান। বুধবার বিকেলে আমাদের নতুন সময় প্রতিনিধির সাথে সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।

[] ইতিমধ্যে এলাকাবাসীর কাছে মুফতি রিয়াজ উদ্দিন খান ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করেছেন।

 

 দল মত নির্বিশেষে সাধারণ নাগরিক সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায় শুধু সমাজ সেবক হিসাবেই নয় আমরা  আমাদের এমপি হিসেবেও তাকে দেখতে চাই। রুপসা তেরখাদা দীঘলিয়ার জনগণের পাশে থেকে কাজ করার লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা আসনে ইসলামী ঐক্য জোটের এমপি হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের কাছে দোয়া সমর্থন চেয়েছেন।